Thursday, December 3, 2009

এক একটা দিন - মৌসুমী ভৌমিক

এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি-ভোর নেই আর ,
ভালো করে সকালটা, পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!


এক একটা দিন বড় একা লাগে!
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড় একা লাগে!


এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কি কথা বলবো আমি ভেবে পাই না!


এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না...

0 comments:

Post a Comment