Tuesday, December 15, 2009

ধুমকেতু - উইনিং

নিঝুম শহরে বৃষ্টি ধোয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রি
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোনে তবু কিসের ছায়া
চলমান হয়ে ওঠে টুকরো ছবি সব
হৃদয়ে তোমার সাশ্বত অবয়ব


ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে


সোনালী আলোর পথ ঢেকে যায় আঁধারে
সকল নদী কি পারে বয়ে যেতে সাগরে
শহরে মিলন তার শহরেই ইতি
সুখ নেই শহরে শুধু তোমার স্মৃতি


ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে


ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে


জীবন চলেছে আজ দিগন্তের পানে
মাদক বাতাসে তুমি সুর তোল কানে
ফিরে এসো ফিরে এসো একটু দাড়াও
আবার হৃদয়ে মোর ঝড় তুলে যাও


ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে ।।

0 comments:

Post a Comment