হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
শিশির ভেজা মাঠ পেরিয়ে
নবীন রোদের ধারা আসে ভেসে
গাঁয়ের মাঠে মৃদু রোদে
প্রানের সারা যেন ওঠে জেগে
রাতের স্মৃতি হারায় আড়ালে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
সুবাস জড়ানো ঝরা ফুলে
উঠোন ভরে ওঠে রঙিন হয়ে
ছেড়া কাগজে আগুন জ্বেলে
উল্লাসে মেতে ওঠে কিছু ছেলে
পুরোনো সময় তারা যায় যে ভুলে
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment