তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে |
আমায় শুধু ক্ষণেক-তরে |
আজি হাতে আমার যা-কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে |
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে ।।
বসন্ত আজ উচ্ছাসে বিলাসে
এল আমার বাতায়নে |
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গনে |
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে ।।
২৯ চৈত্র ১৩১৮ শিলাইদহ
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
এখানে 'বিলাসে' কথাটা ভুল রয়েছে
সঠিক লাইনটা হল:
বসন্ত আজ উচ্ছাসে নিশ্বাসে
Post a Comment