Wednesday, December 23, 2009

প্রেম: সকরুণ বেণু বাজায়ে কে যায় - রবীন্দ্রনাথ ঠাকুর

সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,
তাহারি রাগিণী লাগিল গায়ে॥
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা,সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে॥
তারি গুঞ্জন লাগিল গায়ে॥


তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরত‍‌শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
ছবি মনে আসে আলোতে ও গীতে - যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে॥
তাহারি আভাস লাগিল গায়ে ॥

0 comments:

Post a Comment