নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
চাঁদের আলোয় কালো কাকা
নাচের তালে দোলেরে আহা মরি
ঢলে ঢলে দোলে
যেন সাদা মেঘের কোলে
কালো তড়িৎ খেলেরে খেলে ঐ
কি কৌতুকে খেলে
ঝলক ভরা দামিন সে যে
ঝিলিক মারে হেসে
কালো মেয়ের চপল বুকে
সভ্রম নিঃশ্বাস নাচেরে তারই তালে
বুকের মালা নাচে
থরে থরে ঝুমকা জবা
কবরীতে রাজে রে রাজে ঐ
রঙে রঙে রাজে
শ্যামল বনভূমি শিহরে ঐ
শ্যামারো পরশে
মদির ভরা দুই নয়নে
নাচের তুফান জাগেরে বুঝি তাই
প্রেমের সারা জাগে
হঠাৎ ফেরি আঘাত হেনে
কালো নয়ন ডাকেরে মোরে ঐ
ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ঐ
নয়নের তিয়াসে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
Friday, December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment