Friday, December 11, 2009

ও দুনিয়ার মানুষ - আইয়ুব বাচ্চু

ও দুনিয়ার মানুষ() ভাই,
আল্লার নাম নাই সময় নাই;
আসলে ডাক যাইতে হবে ভাই
পূর্নের ভাগ বেশী হওয়া চাই।
আজ তুমি দুনিয়াদারী নিয়ে/
দম গেলে আসিবে বিপদ/
বৌ-ছেলে-ভাই-বোন হিসেব করতে কষতে/
রাইখা গেলা আর কি সম্পদ/
আন্ধার ঐ কবরে যাইতে হবেরে /
দুই দিন আগে আর পরে/
ফেরেশতার আসন বইব/
ইহকালের খতা খুলব/
কি পূর্ন আনছো সাথে কি আন নাই ।।


কারে তুমি কষ্ট দিছ
কারে দিছ গাল,
কার ধন কইরা চুরী
হইছ লালে লাল/
চোখ বুইজা করছ সবি
তার কাছে খোলা সবি/
বিচারে কোন ক্ষমা নাই/
ভাবে মন উদয় হইব/
তখনি সব মনে পড়ব/
ঈমানে কথা শোন নাই ।।


মায়ে তোমায় ডাইকা কইব বাজান আমার নাই
মাটির পৃথিবী তুমি ছাইরা গেছ ভাই,
সব ভাই কাধে তুলবো/
ঠিকানার দিক লইয়া যাইব/
সাদা কাফন বড় আপন/
অন্তিম সময় ।।

0 comments:

Post a Comment