Thursday, November 12, 2009

আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি - কনকচাপা

আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি
বাঁশি কই আগের মতো বাজে না
মন আমার তেমন যেন সাজে না
তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি।।

মনে পড়ে উদাস করা নকসী কাঁথার মাঠে
ভুলেই যেতুম খেলায় কখন সূর্য্যি যেত পাতে।
মনের থেকে সেসব ছবি হারিয়ে ফেলেছি।।

এসব কথা থেকে থেকে যখন মনে আসে
কিশোরী দিন স্বপ্ন রঙিন চোখের জলে ভাসে।
হঠাৎ দেখি অনেকটা পথ চলে এসেছি।।

0 comments:

Post a Comment