মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি ঝড় কি বোঝো
বোঝো না
মেয়ে তুমি রাত কি বোঝো
বোঝো না
তবে বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি পথ কি চেনো
চেনো না
মেয়ে তুমি পথিক চেনো
চেনো না
তবে খুঁজবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি ঝড় কি বোঝো
বোঝো না
তবে বুঝবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বলো মেয়ে
তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে…
মেয়ে তুমি কি চিনতে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি বুঝতে পারো স্পর্শ আমার
তুমি বুঝবে কেমন করে আমাকে
তবে চিনবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে আমাকে
Thursday, November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment