কুলের বউ ছিলাম বাড়ি
হলাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার
আর কি ভুলি সেই ভোলাতে।।
ভাবের নাড়ি ভাবের নাড়া
কুল নাশালাম জগত জোড়া।
করণ তার উল্টো দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।।
হয়েছি নাড়ার নাড়ি
পরনে পড়েছি ডুরি
দিব না আর আঁচির কড়ি
বেড়াব চৈতন্য পথে।।
আসতে নাড়া যেতে নাড়া
কেবল দুদিন মোড়া জোড়া।
লালন কয় আগাগোড়া
জেনে মাথা হয় মুড়াতে।।
অর্জুন ক্ষ্যাপা
Thursday, August 22, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment