Saturday, August 10, 2013

মিথ্যে - নাগিব হক

ভোরবেলার সূর্যটা ঝলসানো রোদ এ ,
ছেলেবেলার দুষ্টু পুতুল বিপদে;
সাথী নেই কোথাও;
ছবিতেই বসানো মিথ্যে হাসির মুখ !
বাকি জীবনটা যাবে এভাবেই-
ছবিতেই দেখবো ঐ চোখ,
পুতুলের খেলাগুলো থাকবে ভিতরেই-
তুফান তোলা সুখ ...
তুফান তোলা সুখ ... !

শেষ রাতের আলোগুলো দূরত্বের মোহমায়ায়-
ঐ চোখের খেলাগুলো স্মৃতিতেই থেকে যায় –
সাথী নেই কোথাও;
ছবিতেই বসানো মিথ্যে হাসির মুখ !
বাকি জীবনটা যাবে এভাবেই-
ছবিতেই দেখবো ঐ চোখ,
পুতুলের খেলাগুলো থাকবে ভিতরেই-
তুফান তোলা সুখ ...
তুফান তোলা সুখ ... !

একই আত্মা, একই রাস্তা, একই আমরা...
একই প্রেম একই প্রাণী;
ছেলেবেলার সাথী কখনই ফিরবে না জানি –
একই প্রাণ জীবনের পরেও অন্তহীন...!

লেখা: সুস্মিতা বিশ্বাস সাথী

0 comments:

Post a Comment