Wednesday, March 13, 2013

যাও পাখি - লোপামুদ্রা মিত্র

যাও পাখি যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি যাও তুমি উড়ে

যাও পাখি যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি যাও তুমি উড়ে
যাও পাখি
আমি মুঠো খুলে দেই
আঙ্গুলের ডগা থেকে মহাকাশ ছুটে চলে
ছায়া ছায়া পথে নীল

গ্রহদের কোল ঘেঁসে কুয়াশায় ভিজে ওঠে মন
আমি বহুদূরে একা ঘার গুঁজে পরে থাকা খোঁপার মতন
পাঁজরের নিচে সেই চলে যাওয়া আজো আছি ভোরে
যাও পাখি যাও তুমি উড়ে
যাও পাখি

কিছু আলো ছায়া রোদ, কিছু ভালোবাসা বোধ
নিয়ে যাও ঠোঁটে করে ভাবনার চেয়ে দূর
স্বপ্নের রঙ বুকে যেন কেউ নাগাল না পায়
এখানে মাটিতে আঁকে
কি করে বোঝাবে লোকে
ছাই ওড়ে সময় চিতার
এ জীবন আজো সেই বেঁচে থাকা
ধিকিধিকি পরে
যাও পাখি যাও তুমি উড়ে
যাও পাখি যতদূর বুক গেছে
যতদূর চোখ ভেসে যায়
যতদূর শোক আছে
যতদূর কেউ কাকে চায়
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
তারাদের রেণু মেখে কল্পনা যাবে যতদূরে
যাও পাখি...যাও পাখি...যাও পাখি
 
কথাঃ সৈকত কুন্ডু
সুরঃ জয় সরকার
অ্যালবামঃ এই অবেলায়
 

0 comments:

Post a Comment