আশেকের রাস্তা সোজা..
আশেক থাকে মাশুক ধ্যানে,
এই তার নামাজ, এই তার রোজা!..
আশেকের রাস্তা সোজা!..
আশেক চায় না আবেদ হতে,
আশেক চায় না স্বর্গে যেতে,
আশেক চলে নেস্থী পথে,
হতে চায় না বিশ্বের রাজা!..
আশেক মৌলার খেলার পুতুল,
আশেক প্রেম বাগানের বুলবুল,
ফানা পীর শেখ ফানায়ে রাসুল
ফানা ফিল্লায় রুহু তাজা!..
আশেক হলে মাশুক মিলে
এই কথা ঠিক আসলে,
করিম বলে তা না হলে
বেতবাগানে চন্দন খোঁজা!..
Tuesday, March 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment