Monday, January 7, 2013

দুঃখিনী রাত - আইয়ুব বাচ্চু

জনপদ এখন ঘুমিয়ে পড়েছে বাতাসে তোমার সৃতি
আকাশে আমার বেদনা জমেছে যে টুকু লুকিয়ে রাখি
দুখিনী এই রাতে হায় বিস্বাদ ছুঁয়েছে আমায় । ।

দুখিনী এই রাতে হায় বিস্বাদ ছুঁয়েছে আমায় ।

দুঃখিনী এই রাতে, বিস্বাদ ছুঁয়েছে আমায়
পরিত্যক্ত হয়েছে আজ পথ,
পূর্ণিমায় আলোকিত নগর
সুখের চোয়ার ঘুমন্ত সব
ব্যথায় ভারা শুধু আমার এই ঘর
দুখিনী এই রাতে হায় বিস্বাদ ছুঁয়েছে আমায় ।

আমার ব্যথা নিয়ে ও আকাশ আজ সেজেছে তারায় তারায়
চোখের লোনাজলে তোমার সৃতি যেন লেখা আজ নীরব ভাষায় ।
দুখিনী এই রাতে হায় বিস্বাদ ছুঁয়েছে আমায় । ।

জনপদ এখন ঘুমিয়ে পড়েছে বাতাসে তোমার সৃতি
আকাশে আমার বেদনা জমেছে যে টুকু লুকিয়ে রাখি
দুখিনী এই রাতে হায় বিস্বাদ ছুঁয়েছে আমায় । ।


এ্যালবাম: স্বপ্ন

0 comments:

Post a Comment