Tuesday, December 4, 2012
তোমরা ভুলেই গেছ - ফরিদা পারভীন
তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম
সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোন গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে
...
ভেজা হাতে ডাকল আমায় বলল ভালবেসে
এখানে আম কুড়োবার ধুম লেগেছে
চল না অন্য কোথাও যাই
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
দুপুড় বেলা মল্লিকাদির আট-চালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে
সে কথা ভাবলে এখন বর্ষা নামে
দু’চোখে সজল বরষায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment