skip to main |
skip to sidebar
ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে
মৃত সব গাছের ঈচে আগুন জ্বলবে
বুকের গভীরে নদী, কুয়াশা কুয়াশা
পাথরের উপর বসে দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
পায়ে পায়ে ফিরে আসি
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পোড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নীচে
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
কন্ঠঃ জন/তাহসান
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
তবলাঃ জাহান
সেতারঃ জাহান
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী
0 comments:
Post a Comment