Sunday, November 4, 2012

সময়ের গতি - রাজত্ব

আমাদের ভাববার কোনো সুযোগ নেই, চিন্তার কোনো মূল্য নেই,
যেভাবে বলবে শুনতে হবে, মতামতের কোনো বালাই নেই,
প্রতিদিনই একই চক্র, উদ্দেশ্য প্রনোদিত
ঘড়ি ধরে শুধু ঘুরতে থাকো নইলে মুখ থুবরে মরো,
নিষেধাজ্ঞা কড়া কথা, নিয়মের বাইরে যাওয়া বারন
কতিপজনায় করছে শাষন, জোর কোরে সে শোনায় ভাষণ
কানে লাগে তালা, ঘুচবে দূষন , থামবে শত জীর্ণ শোষন - করবে স্মরণ -
নব্য ভূষণ - মৃত্যু সুষম , আমার আত্মহনন।

থমকে যায়, থমকে যাক, থেমে থামে থামা সময়,

হাসতে নেই, হাসতে চাই, হেসে হাসেন মহাশয়,
ভেসে যাই, ভেসে হয়, ভাস্তে শিখি বাচতে নয় ,
আমি গিনিপিগ খেলা চলছে, পেষে পেশা, কবি লিখছে,
কবি বলছে, বাতি নিভছে, দিধাদন্দে পাকাপোক্ত,
ক্ষ্যাপাগানে সে আসক্ত, বেচে থাকা আজ ঠুনকো,
প্রাকৃতিক অপরিহার্য , থামবে শত জীর্ণ- করবে স্মরণ -
নব্য ভূষণ - মৃত্যু সুষম , আমার আত্মহনন 



0 comments:

Post a Comment