বৃষ্টি বৃষ্টিতে ভিজি সারাক্ষণ,
চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এ মন।
বৃষ্টি বৃষ্টিতে ভিজি সারাক্ষণ,
চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এ মন।
এতো করে কেনো তুমি ডাকো,
তবুওতো দূরে দূরে থাকো;
তোমাকে আমার বড় প্রয়োজন।
স্বপ্নের সাঁকো বেয়ে হেটে যাবো বহুদূরে দাওনা বাড়িয়ে দূ হাত,
শিশির চাদরকাচা সবুজ ঘাসে আঁকা কাটাবো জোনাকি রাত।
স্বপ্নের সাঁকো বেয়ে হেটে যাবো বহুদূরে দাওনা বাড়িয়ে দূ হাত,
শিশির চাদরকাচা সবুজ ঘাসে আঁকা কাটাবো জোনাকি রাত।
এতো করে কেনো তুমি ডাকো,
তবুওতো দূরে দূরে থাকো;
তোমাকে আমার বড় প্রয়োজন।
মন তুই ও পাখি কেন এতো ডাকাডাকি সারাবেলা সারাক্ষণ,
নিয়ে যাবো বহুদূরে সীমানাকে ছাড়িয়ে খুঁজে পেতে নতুন জীবন।
মন তুই ও পাখি কেন এতো ডাকাডাকি সারাবেলা সারাক্ষণ,
নিয়ে যাবো বহুদূরে সীমানাকে ছাড়িয়ে খুঁজে পেতে নতুন জীবন।
এতো করে কেনো তুমি ডাকো,
তবুওতো দূরে দূরে থাকো;
তোমাকে আমার বড় প্রয়োজন।
ডাউনলোড লিংক
Thursday, August 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment