Thursday, August 2, 2012

কেউ চায়, কেউ পায় - নচিকেতা ও শুভমিতা

কিছু রঙ আবার কিছু জলছবি
মন বল এবার তুই কার হবি
কিছু সুখ আবার অসুখী আকাশ
এই রোদ ছায়ায় হেঁটে বারোমাস
কেউ চায়, কেউ পায়
কেউ বারবার হেরে যায়


আঁধার ঘেরা পথে হঠাৎ জোনাকী
সেই আলোয় দেখা মুখ অচেনা কী
ভুলের বাসা বেঁধে নিভেছিল আলো
সেই আঁধার বেয়ে এ রাত থমকাল
স্বপ্নতে চাঁদের হাসি
মনে হয় জীবন ভালোবাসি
কেউ চায়, কেউ পায়
কেউ বারবার ফিরে যায়


কে হাত ধরতে বাঁধভাঙ্গা মন
বিশ্বাসের ছোঁয়া অধরা স্বপন
জীবন খেয়া বেয়ে রাত কেটে ভোর
ঠান্ডা হাওয়া নামে বুকের পাথর
জানলা তে রোদ একফালি
সূর্যটা ডাক দিয়ে যায় খালি
কেউ চায়, কেউ পায়
কেউ বারবার থমকায়

0 comments:

Post a Comment