Monday, July 23, 2012

যদি মন কঁদে তুমি চলে এসো - শাওন

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো …এক বরষায়
এসো ঝরঝর বৃষ্টিতে… জলভরা দৃষ্টিতে
এসো কমল শ্যামল ছায়…চলে এসো, 
তুমি চলে এসো… এক বরষায়…যদি মন কাঁদে…
যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি,
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো
তুমি চলে এসো এক বরষায়……যদি মন কাঁদে
নমিবে আধার বেলা ফুরাবার খনে, মেঘমল্লার বৃষ্টির মনে মনে …
কদমগুচ্ছ খোপায় জরায়ে দিয়ে,
জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে…
চলে এসো, চলে এসো এক বরষায়…যদি মন কাঁদে……

গীতিকারঃ হুমায়ুন আহমেদ

0 comments:

Post a Comment