মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ব-বাগানে
এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে
ঐ ফুল ...বেহেস্তে ছিল
ঐ ফুল দুনিয়ায় আইলো
ফেরেশতা ভুলিয়া গেল ঐ ফুলের ঘ্রাণে
ফুটেছে ফুল নানান বেশে
ফুলকে সবাই ভালবাসে
একটি ফুলের তিনটি রসে খেলে তিনজনে
পুরুষ ভ্রমরা জাতি
দেখিয়া ফুলের জ্যোতি
কেউ দিতেছে আত্মহুতি মূল না জেনে
প্রেমরস চিনেনা যারা
আমার মতো কর্মপোড়া
এ করিম রসিক ছাড়া বোঝে না অন্যে
Download
Tuesday, May 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment