প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হল অবসান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান
সই-গো আমি একা ছিলাম
প্রাণ বন্ধুয়ার সঙ্গ নিলাম
সঁপে দিলাম, জাতি-কুল-মান
আপন জানিয়া প্রাণ বন্ধুরে
সোনার যৌবন করলাম দান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান
কাছে নিলো ভালবেসে
এখন থাকে দূর বিদেশে
পাগল-বেশে কাঁদে মন-প্রাণ
দেখা দেয় না কথা কয় না
করিয়াছে অভিমান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হল অবসান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান
সে যদি না করে স্মরণ,
না পাই যদি যুগল চরণ
বাঁচন-মরণ দুই-ই এক সমান
আব্দুল করিম অন্ধকারে
বন্ধুয়া আকাশের চান
আর কতদিন গাইবো আমি
প্রাণ-বন্ধের গান?
Tuesday, May 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment