Saturday, April 7, 2012

বাক্যের শুরু অন্য কোথাও - সঞ্জীব চৌধুরী

বাক্যের শুরু অন্য কোথাও
তোমাতেই দেই দাড়ি
যখন যেখানে নোঙ্গর ফেলেছি
সবাইকে আজ আড়ি
ব্যাকরণ জানে ব্যাকরণ বিদ
সূত্র বুঝিনা আমি
কোন সংগায় ভালবাসা হয়
বুঝি খুব কম তারই
বহু বন্দর ছুঁয়ে ছুঁয়ে তাই
তোমার উঠোনে ফিরি
... পূর্ব বুঝিনা পশ্চিমও না
সীমানা এঁকেছে কে
মানচিত্রের প্রাণ থমকায়
তোমার উঠোনে গিয়ে
তোমার চোখেতে মৃত্যু আমার
তোমাতেই তাই ফিরি

0 comments:

Post a Comment