Thursday, April 26, 2012

হাত বাড়াও - ব্ল্যাক

ঘুম থেকে আজ উঠব না
ঘরের বাইরে যাব না
সূর্যকে আজ দেখব না আমি
যদি তুমি না হাসো
আদর করে না ডাকো
আমি কোথাও যাচ্ছি না
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
দেখ বাইরে অন্ধকার
নেই কোনও শব্দ
... এসবের কারণ তুমি
তোমার কাছে আমি
বিবর্ণ ছবির মতো এখনও আছি ।

0 comments:

Post a Comment