উঠছে জেগে সকালগুলো , পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কি রকম , মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো.. বাসবে ভালো সব শেষে
উঠছে জেগে সকালগুলো , পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কি রকম , মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো.. বাসবে ভালো সব শেষে
আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে কারণ বারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়বো কথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে
খুনসুটি আর ঝগড়াঝাটি, আড্ডা হবে খুব জমাটি
দেয়াল ঘড়ি পিছল সুরে রাখবে তাল
পরকীয়ায় তোর ভ্রুকুটি , শীতের দুপুর গুটি শুটি
কিম্বা রাতের আবছাযাতে রংমশাল
আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে কারণ বারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়বো কথার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে
আয় চলে আয় .......চলে আয় ....
গানের কথা : সৃজিত মুখোপাধ্যায় / মুখার্জী
Monday, April 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment