Thursday, April 26, 2012

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন - তরুন

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এ মন
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।।


খুঁজবো না আমি, খুঁজবেনা মন, খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন, কখনো ধূসর, কখনো নীল আকাশ
জেনেছি আমি, জেনেছে এ মন, জেনেছে এ চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানো, মিলছে আশ্বাস
অনেক আড্ডায়, অনেক হাঁসিতে, হয়না খোঁজা সেই মুখ
হারানোর বেদনায় পিছু ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভীরে তোকেই খুঁজে ফিরি
একটু দাঁরা আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি।।


কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি
কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।।

0 comments:

Post a Comment