Sunday, April 22, 2012

মাটি খুড়ে পুতে রাখি - রাঘব চট্টোপাধ্যায়

মাটি খুড়ে পুতে রাখি আমার অনেক ভুল
কেউ দেখেনি, হাসি হারানো তোমার খেলার পুতুল,
মাটি খুড়ে পুতে রাখি আমার অনেক ভুল
কেউ দেখেনি, হাসি হারানো তোমার কানের দুল,
তাই খুজতেই কাটলো বেলা ডুব সাতার মন
চুরি করে নেয়া সময় আমার উপার্জন।।

খুলে দিলাম আজ
জনস্রোতের আওয়াজ
মনে পড়বে না
গত জনমের গান।।
বন্ধক থাক বিকেলগুলো
আকাশ ঘুড়ি আমাদের এই ফেরার পথে
মেলো ধরো রঙ্গিন

পায়ে পায়ে আবার
পুরো শেকরের গান
তুমি শোনালে
সূর্যি ডোবার গান।।
সেই গানে জানতে পারলাম
অনুভূতি উভচর
কাগজ নৌকা ইতিহাস পাতা
এখানেই উত্তর

0 comments:

Post a Comment