ওই মহাসিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আসে
কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়
ওরে আয় চলে আয় আমার পাশে
বলে আয়রে ছুটে আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা
হেথা বাতাস প্রীতি-গন্ধ ভরা
চির স্নিগ্ধ মধু-মাসে
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির-জ্যোত্স্না নীল আকাশে
কেন ভুতের বোঝা বহিস পিছে
ভুতের ব্যাগার খেটে মরিস মিছে
দেখ্ ওই সুধা-সিন্ধু উছলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
ভুতের বোঝা ফেলে ঘরের ছেলে
আয় চলে আয় আমার পাশে
কেন কারা-গৃহে আছিস বন্ধ
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
তবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে
কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে ।।
Tuesday, March 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment