অলস সময়ের পাড় ধরে হাঁটছি,
ঢেউ এসে পড়ে পৃথিবীর শব্দ ও নীরবতায়,
ভাঙে অন্ধকার আলো ছায়ায় মাখামাখি পৃথিবী।
স্বপ্নের পাড়ে একা একা হাঁটছি…
আলোর কার্নিশে জমে দিন,
রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ,
আজও মাতাল আমি পথভ্রষ্ট কবি।
পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি…
অসাড় কথার শেষে আরও কথা থাকে শব্দহীন অনুচ্চারে,
ঝড়ের হাওয়ায় ভেঙে যায় অন্তমিল,
দু’জনার মিথ্যে আবেগে পড়ে থাকে মৃত নদী।
জীবনের পাড় ধরে আজও একা হাঁটছি…
অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে,
ভেঙে দেয় ছায়ার মত তুমি,
রোদের আকাশে ভেঙে যায় মেঘের স্বপ্নপুরী।
পৃথিবীর কোলাহলে তুমি আমি হাঁটছি…
স্বপ্নের পাড়ে একা একা হাঁটছি।
পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি।
জীবনের পাড় ধরে আজও একা হাঁটছি।
পৃথিবীর কোলাহলে তুমি আমি হাঁটছি।
Thursday, March 29, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment