বনে এসে হারালাম কানাই
কি বলব মা যশোদায়
খেললাম সবে লুকালুকি
আবার হল দেখাদেখি
মোদের কানাই গেল কোন মুল্লুকি
খুঁজে নাহি পাই ॥
ছিদাম বলে নেব খুঁজে
লুকাবে কোন বন মাঝে
দাদা বলাই বলে আর বুঝি সে
দেখা দেয় না ভাই ॥
সুবল বলে পল মনে
বলেছিল একদিনে
কানাই যাবে গুপ্ত বৃন্দাবনে
আজ গেলেন বুঝি তাই ॥
খুঁজে খুঁজে হলাম সারা
কোথা গেলি মনচোরা
আর বুঝি দিবি না ধরা
লালন বলে একি হল হায় ॥
সাধকদের কাছে গোষ্ঠ গানের গুরুত্ব অপরিসীম। ফকির লালন শাহ সর্বসাকুল্যে আটটি গান লিখেছেন। গানগুলো এক জায়গায় পাওয়া কঠিন। তাছাড়া যা পাওয়া যায় তার অধিকাংশই ভুল। অনেকে গানগুলোর জন্য নানান সময়ে অনুরোধ করেছেন। গানগুলো বিচ্ছিন্ন ভাবে বের না করে সাঁইজীর গোষ্ঠভাব নিয়ে আলোচনাসহ পেশ করলে ভাল হোত। এখন আপাতত নবপ্রাণ আখড়াবাড়িতে গানের ভাবগত ক্রম বজায় রেখে যেভাবে গাওয়া হয় সেই ভাবেই হাজির করছি। সুরের জন্য নবপ্রাণ আখড়াবাড়িতে যোগাযোগ করলেই অনায়াসেই পাওয়া যাবে। - ফরহাদ মযহার
0 comments:
Post a Comment