Wednesday, February 8, 2012

বাঙ্গালী করেছে ভগবান রে - মহীনের ঘোড়াগুলি

ও মন রেএএএ
ও মন রেএএএ
ও মন ও মন ও মন রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি জার্মান হতাম
বোতল বোতল বিয়ার খেতাম
আমি যদি জার্মান হতাম
বোতল বোতল বিয়ার খেতাম
আবার কনসার্টে পিয়ানো শুনতাম
দেখতিস আমার মান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি ফ্রেঞ্চ হতাম
চিলজুটিয়া ওয়াইন খেতাম
আমি যদি ফ্রেঞ্চ হতাম
চিলজুটিয়া ওয়াইন খেতাম
গায়ে পারফিউম মেখে করতাম
সংস্কৃতির ভান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

ও মন রে
ও মন রে
ও মন ও মন ও মন রে

আমি যদি ইটালিয়ান হতাম
পিৎজা কাপুচ্চিনো খেতাম
আমি যদি ইটালিয়ান হতাম
পিৎজা কাপুচ্চিনো খেতাম
ভূমধ্য সাগরে আবার
করতাম আমি স্নান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি ব্রিটিশ হতাম
কাউন্টি লিগে ক্রিকেট খেলতাম
আমি যদি ব্রিটিশ হতাম
কাউন্টি লিগে ক্রিকেট খেলতাম
আবার রাণী থেকে নাইটহুড পেতাম
করতাম হুইস্কি পান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি স্প্যানিশ হতাম
ফ্লামেংকো গিটার বাজাইতাম
আমি যদি স্প্যানিশ হতাম
ফ্লামেংকো গিটার বাজাইতাম
বুল ফাইটিং করতাম দেখতি
মাতাজোরের জান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি আমেরিকান হতাম
দাদাগিরি খুব ফলাতাম
আমি যদি আমেরিকান হতাম
দাদাগিরি খুব ফলাতাম
আবার সাংকশন এর ভান দেখিয়ে
মলে দিতাম কান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

বঙ্গ দেশে জন্ম হল
বাঙ্গালী হয়ে থাকতে হল
বঙ্গ দেশে জন্ম হল
বাঙ্গালী হয়ে থাকতে হল
পেটে ভীষণ ক্ষিধা তবু
মুখে বাউল গান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

0 comments:

Post a Comment