একদিন যদি এমন হত
থাকতনা রাষ্ট্র আর
একদিন চল এক হয়ে যাই
সবাই আমরা সবাই
একদিন জানি বদলে যাবে
আজকের দিনগুলো
তাইতো আমি স্বপ্ন আঁকি
পৃথিবীর ধূলোয়
একদিন জানি গাইব গান
মুক্তির অবিনাশী ... অবিনাশী
একদিন জানি লিখব কবিতা
সুর্যের পাশা-পাশি ... পাশা-পাশি
একদিন তুমি আসবে ফিরে
অলিভ লরেল নিয়ে
একদিন ফিলিংস ছোট্ট পাখি
উড়বে আকাশ ভরে
একদিন দূরের তারার কাছে
লিখব গানের চিঠি
একদিন চল প্রানের ছেঁায়ায়
আবার জেগে উঠি
একদিন ভোরের আলো হয়ে
স্বপ্ন তুমি এসো ... তুমি এসো
একদিন অবহেলা ছুড়ে ফেলে
সবাই ভালবাস ... ভালবাস
Saturday, February 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment