Tuesday, January 17, 2012

হোক কলোরব - অর্ণব

হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক অযথা
এসব কথা,
তাল না হয়ে তিল হলো ক্যান?
কুয়োর তলে,
ভীষন জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান

ধুত্তুরি ছাই,
মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান?

হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?"

পৃথিবীটা
ঘুরছে যেটা
গ্রীন না হয়ে গ্রে হলো ক্যান?
ছোট্ট মাথা
ভীষন ব্যাথা
তবুও আজও ছিড়লো না ক্যান?

0 comments:

Post a Comment