একাকী মন আজ নিরবে, বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা ?
... বিরহ নিলে নিলে বাধে বাসা, অজানা বেথা
অধরা তারাগুলো কাদে বেদনায়, খেয়ালী তুমি কোথায় ?
দিনের আলোর শেষে .
যখন রাত নামে
তোমাকে খুঁজে পাই,
আধারের শিরোনামে।
নিখাদ চোখের কোণে,
অথৈ শুন্যতা
ভাবনার বন্দরে,
চাঁদ জাগে অপূর্ণতা।
Friday, December 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment