আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে
আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
থাকেনা বাতাস আটকে চুলে রাতের এই নদীর কূলে
তুই এলে ঠিক আমি না হয় দেবো সে ফুল তুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
Friday, December 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment