মুখে বলো ভালোবাসো
কাছে ডাকি কাছে আস না
... যা বোঝার বুঝেছি আমি
আসলে আমায় তুমি ভালোবাসনা।
বুঝিনি কালো কোকিল
কখনো বাঁধে না বাসা
সাগরের নোনা জলে
মেটে না তৃষা
তোমার সুখে আমি হাসি
আমার সুখে কেন হাসো না
আসলে আমায় তুমি ভালোবাসনা।
বুঝিনি তোমার বুকে
মন বলে নাই যে কিছু
এতদিন ছুটেছিলাম
আলেয়ার পিছু
তোমার দুঃখে আমি দুঃখি
আমার দুঃখে কেন ভাসো না
আসলে আমায় তুমি ভালোবাসনা।
Download
Friday, December 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment