Wednesday, November 23, 2011

প্রদর্শনী

কাগজের শিরোনামে
চোখ পরে কি পরে কিনা
উল্টে যাই পরের পাতা
কিছু অশুভ খবর
কিছু একপেশে লেখা
সবাই অলক নিজের কথাই

এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে

কার্ল মার্ক্স, সালভাদোর, ডালি
রবীন্দ্রনাথ, মৃনাল সেন
নব্য আঁতেল চেনে সবই
সেমিনার আলোচনা দেশের রাজনীতি

এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে

বন্ধুরা ব্যস্ত ভার্সিটির আড্ডায়
এছাড়া নেই কোন কাজ
পত্রিকা রাজনীতি সিগারেট চা
এছাড়া কি দিয়ে গড়বে সমাজ

এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে

0 comments:

Post a Comment