কাগজের শিরোনামে
চোখ পরে কি পরে কিনা
উল্টে যাই পরের পাতা
কিছু অশুভ খবর
কিছু একপেশে লেখা
সবাই অলক নিজের কথাই
এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে
কার্ল মার্ক্স, সালভাদোর, ডালি
রবীন্দ্রনাথ, মৃনাল সেন
নব্য আঁতেল চেনে সবই
সেমিনার আলোচনা দেশের রাজনীতি
এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে
বন্ধুরা ব্যস্ত ভার্সিটির আড্ডায়
এছাড়া নেই কোন কাজ
পত্রিকা রাজনীতি সিগারেট চা
এছাড়া কি দিয়ে গড়বে সমাজ
এরা শতাব্দীর সন্তান
সভ্যতার দান
সব কিছু বোঝে এরা
নিজের মতো করে
এদেরেই প্রদর্শনী
এই শহরে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment