Wednesday, November 23, 2011

আনন্দ

মাঝরাতে ঘুম ভেঙে দেখি
সারা আকাশ ভরে আছে
সাদা মেঘের তারার বাসরে
কত রঙিন আলো মেখে

মায়া ভরা এই প্রহরে
কত স্মৃতিরই আগমন
নেশা ধরা এই আবেগে
কত সুখেরই আলাপন

জানিনা কিসের ছোঁয়ায়
কোন আবেগে ভরে যায় এ মন!

মাঝরাতে ঘুম ভেঙে দেখি
সারা আকাশ ভরে আছে
সাদা মেঘের তারার বাসরে
কত রঙিন আলো মেখে

রাত জাগা পাখির ডাকে
নিশ্চুপ আমি জেগে থাকি
ভালোবাসা ভরা জীবনে
হাসি খেলারই ছবি দেখি

মন হারিয়ে যায় কোন অজানায়
কোন আশাতে কেটে যায় জীবন!

মাঝরাতে ঘুম ভেঙে দেখি
সারা আকাশ ভরে আছে
সাদা মেঘের তারার বাসরে
কত রঙিন আলো মেখে

0 comments:

Post a Comment