না জেনে ঘরের খবর তাকাও কেন আসমানে।
চাঁদ রয়েছে চাঁদের কোলে ঈশান কোণে।
প্রথমে চাঁদ উদয় দক্ষিণে
শুক্লপক্ষে আসে নেমে বামে
আবার দেখ কৃষ্ণপক্ষে কিরূপে যায় দক্ষিণে।।
... খুঁজলে আপন ঘরখানা
তুমি পাবে সকল ঠিকানা
বার মাসে চব্বিশ পক্ষ, অধর ধরা তার সনে।।
স্বর্গ-চন্দ্র দেহ-চন্দ্র হয়
তাতে ভিন্ন কিছু নয়
এ চাঁদ ধরিলে সে চাঁদ মিলে, লালন কয় নির্জনে।।
Thursday, September 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment