Sunday, September 11, 2011

না হলে মন সরলা - লালন

না হলে মন সরলা কী ধন মেলে কোথায় ঢুঁড়ে
হাতে হাতে বেড়াও মিছে তওবা পড়ে
মুখে যে পড়ে কালাম তারই সুনাম হুজুরি বাড়ে
মন খাঁটি নয় বাঁধলে কি হয় বনে কুঁড়ে
মক্কা-মদিনায় যা বি ধাক্কা খাবি মন না মুড়ে
... হাজি নাম কওলালি কেবল জগত জুড়ে
মন যার হয়েছে খাঁটি মুখে যদি গলদ পড়ে
খোদা তাতে নারাজ নয়রে লালন ভেড়ে.

0 comments:

Post a Comment