ভ্রমর কইয় গিয়া শ্রী কৃষ্ণ বিচ্চেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া ।।
কইয় কইয় কইয় রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া
মোই রাধা মইরা জাইমু কৃষ্ণ হারা হইয়া রে ।।
আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া
মাথার কেশও দুই ভাগ করি রাখিতাম বান্দিয়া রে ।।
ভাইবে রাধারমন বলে শুন রে কালিয়া
নিবা ছিল মনের আগুন কে দিলা জ্বালাইয়া রে ।।
ভ্রমর কইয় গিয়া শ্রী কৃষ্ণ বিচ্চেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া ।।
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment