Monday, August 8, 2011

সোনা বউ শুনছনি গো - আরেফিন রুমি

সোনা বউ শুনছনি গো
সোনা বউ শুনছনি নিতে আইলে নাইয়র যাইবায় নি?
ও বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে
বাসরটা দিবে সাজিয়ে
যে ঘরে থাকবা দিন-রজনী
...নাই বিছানা নাই মশারী সঙ্গে নাই তর সোয়ামী,
নিতে আইলে নাইয়র যাইবায় নি?
ও বউ, ছেড়ে গেলে কত্তা-জামাই,
মাটির দেহের কিসের বড়াই?
ফাঁকা দেহের বিচার করবে কে?
আত্মার সাথে তর পিরিতি দেওয়ানে কয় ও সজনী
নিতে আইলে নাইয়র যাইবায় নি?

0 comments:

Post a Comment