বাঁসুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ...
এ শহরে এসছ তুমি কবে কোন রাজ্য থেকে !
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে?
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া
...প্রাণে গান নাই মিছে তাই - রবিঠাকুর মুর্তি গড়া !
তোমার ঐ দেহাতী গান দোলে যখন বাশির মুখে
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ...!
Monday, August 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment