চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়।।
চাঁদের রাহু চাঁদের গ্রহন সে বড় করণ কারণ
বেদ পড়ে তার ভেধ অন্বেষণ পাবে কোথায় ।।
...
রবি শশী বিমুখ থাকে মাস অন্তে সুদৃষ্টি দেখে
মহাযোগ সেই গ্রহনযোগে বলতে লাগে ভয় ।।
কখন রাহু রূপ ধরে কোন চাঁদে কোন চন্দ্র ঘেরে
লালন কয় স্বরূপ দ্বারে দেখলে দেখা যায়।।
http://www.mediafire.com/?r1r8436rzylhdh2
Monday, August 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment