তোমার কি মায়া লাগেনা আমার দুঃখ দেখিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া
তুমি কি জান রে বন্ধু, কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার অঙ্গ হইতেছে মলিন
...তুমি যদি বাঁশো রে বীণ, প্রাণ জুড়াইতাম কি দিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া
ইউসুফের লাগিয়া দেখ বিবি জুলেখায়
সোনার অঙ্গ ছাই করিলা ইউসুফের আশায়
হঠাত একদিন পাইয়া রাস্তায় দিলা যৌবন বিলাইয়া
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া
বলে বলুক লোকে মন্দ, তাতে ক্ষতি নাই
এ করিম কয় তোমার কাছে মায়া যদি পাই
তুমি যদি দাও না রে ঠাই, কী করতাম আর বাঁচিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া
Sunday, August 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
গুড
Post a Comment