Monday, August 8, 2011

ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে - লালন গীতি

ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
সে কি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে।।

পাতালে চোরের বহর
দেখায় আসমানের উপর।
...তিন তারে হচ্ছে খবর
শুভাশুভ যোগমতে।।

কোথা ঘর কি বাসনা
কে করে ঠিক ঠিকানা।
হাওয়ায় তার লেনাদেনা
হাওয়ায় মূলাধার তাতে।।

চোর ধরে রাখবি যদি
হৃদ-গারদ কর গে খাঁটি।
লালন কয় খুঁটিনাটি
থাকতে কি চোর দেয় ছুঁতে।।

ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে...... ...!!!

0 comments:

Post a Comment