ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
তরী বাইলাম প্রেমের হাটে
পার করিলাম ঘাটে ঘাটে
বেঁচাকিনি উঠলো লাটে
কামিনীর কূল পাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
বাইতে বাইতে উজান পানি
ভেঙ্গে গেলো তরীখানি
ছিঁড়া বাদাম হাওয়ায় টানি
চলে নাও উজাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
Remix
Original
Tuesday, March 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment