ও মেয়ে
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজো কথা বলি কার সাথে
জানি না
কার কি যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে
জীবন
চলছে না আর সোজা পথে
দেখ আজও হাসি কোনও মতে
বেঁচে গেছি বলি হতে হতে
হয়ত
মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘর ছাড়া
দি' পলায়নে আস্কারা
আমায়
এই প্রাণ
এই ভাবে পলাতক হলো
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেল পেট্রলও
থামি
শুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
বলো
ঘৃনা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজ টা দিতে জমা
এ হৃদয়
দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে ! ফুটেছে হাসনুহেনা
তাকাও
ডাউনলোড
Friday, December 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment