Friday, December 17, 2010

বাইসাইকেল চোর -- ফসিলস

শ্রাবণ ভিজুক বর্ষায়
আর সাবান মাতুক ফর্সায়
বাষ্প জমে চশমায়
হলে পরশ্রীকাতর

মস্তিস্কে স্মৃতির পেচ্ছাপ
লেখে করোটিতে কেচ্ছা
মা-বোন হয়েছে বেশ্যা
আমি বাইসাইকেল চোর

বয়েস তের থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মরা কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ

চোরাই বাইসাইকেল সিটে
পারি তোমাকে লিফট দিতে
যৌনতা দেবো ফ্রীতে
যদি সতীত্ব না চাস

বাইসাইকেল চোর

যেও সাবধানে দোকানে
যে সব মাল পাবে ওখানে
সব আমার থেকেই কেনা
কারন উৎপাদন বন্ধ

কেন্দ্রীয় অর্থনীতি
ব্যস্ত আগলাতে সম্প্রীতি
শুনে ভাষনের এমপিথ্রি
রোমাঞ্চিত ত্বকরন্ধ্র

খিস্তি খেউড় অশ্রাব্য
মিশছে নোংরা হচ্ছে কাব্য
ঐতিহ্য পুজো পাব্বনে
স্পন্সর যত তাবড়

দোহাই খোদার ওয়াস্তা
পিসফুলি করে নি নাস্তা
আহা ডালপুড়িটা খাস্তা
দিই টিকিয়াতে কামড়

বাইসাইকেল চোর

সাম্যবাদী উঞ্ছবৃত্তি
কারন চোখ টানে সম্মৃদ্ধি
টুকে টুকে টুকে মুখস্থতে
পরীক্ষা আসান

সব প্রশ্নকর্তাই প্রাইভেট
হয়ে দেয় সাজেশান আই বেট
আহা জেরক্স বুদ্ধি জেরক্স সত্ত্বা
বারোয়ারি সামান

পাকড়াতে পারো বামাল
তবে কনসিকোয়েন্সটা সামাল
দিতে পারবে কি পারবে না
ভেবে পুলিশ সেজো ভাই

ক্যাটালগটা দেখো বরং
বলো পছন্দ কোন গড়ন
কম দামে পুষ্টি ফুল সন্তুষ্টি
মাল কেনো চোরাই

বাইসাইকেল চোর

0 comments:

Post a Comment