Wednesday, November 24, 2010

হাত বাড়াও - ব্ল্যাক

ঘুম থেকে আজ উঠব না
ঘরের বাইরে যাব না
সূর্যকে আজ দেখব না আমি
যদি তুমি না হাস
আদর করে না-ডাক
আমি কোথাও যাচ্ছি না
হাত বাড়াও টেনে নাও আমাকে এখনই
দেখ বাইরে অন্ধকার
নেই কোনও শব্দ
এসবের কারণ তুমি
তোমার কাছে আমি
(রংহীন) বিবর্ণ ছবির মতো এখনও আছি
……………………..
দিনের শেষে তোমার ঘরে যাই
সেখানে নিজেকে হারাই
সবার মুখে তোমার হাসি
অন্য রকম এক অনুভূতি
চলে গেছ কেন তুমি
রেখে গেছ কেন এসবই
তোমার ছোট্ট বেলার ছবি
পাশেই আমার দেয়া চিহ্ন
দরজার পাশে আমাদের স্মৃতি
চায়ের কাপে কি যেন দেখি

0 comments:

Post a Comment